বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভাতিজাদের মুক্তি চাইলেন এনু-রূপনের চাচা

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনোকান্ডে গ্রেফতার হওয়া পুরান ঢাকার দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার মুক্তি দাবি করেছেন তাদের চাচা আমিনুল হক ভূঁইয়া। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আমিনুল হক ভূঁইয়া বলেন, আমার দুই ভাতিজা (এনু ও রূপন) স্টিল সিট আমদানিকারক। এই দুই ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক রয়েছেন। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো কান্ডের সঙ্গে জড়িত করে তাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করা হয়। আসলে ওই ক্যাসিনো কান্ডের সঙ্গে এনু-রূপনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই।

 তিনি বলেন, ওই দুজনের ব্যবসাপ্রতিষ্ঠান এনু-রূপন স্টিল হাউস এদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। অথচ তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ১১টি সাজানো মামলা করেছে। তাদের সিন্দুক থেকে জব্দ করা নগদ ২৬ কোটি ৫৪ লাখ ৬০০ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর এবং ১২৩০ গ্রাম সোনা ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এগুলো সবই বৈধ। এসব টাকা আমার ভাতিজারা বৈধভাবে আয় করেছে। তারা ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারকে ২০০ কোটি টাকা ট্যাক্স দিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে এনু ও রূপনের স্ত্রী খুব কষ্টে জীবন-যাপন করছে। তাদের মা অসুখে এখন মৃত্যুশয্যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর