বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অবৈধ ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে অবৈধ ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল দুপুরে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নাম বেলাল উদ্দিন। র‌্যাব-১০ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদনহীন বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সি এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিভিন্ন অনলাইন বেটিং সাইট ও অবৈধ পণ্য কেনাবেচা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন দেশের জাল আইডি কার্ড, জাল ড্রাইভিং লাইসেন্স, জাল আইডি কার্ডের পেপার শিট, কম্পিউটার মনিটর, সিপিইউ, প্রিন্টার, ট্যাব, ল্যাপটপ, মডেমসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- ওই ব্যক্তি বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সি ও পেমেন্ট গেটওয়ের অপব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

সর্বশেষ খবর