রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী এলাকা থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. আরিফুল ইসলাম। শুক্রবার রাতে সেকশন-১১ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪-এর সিনিয়র এএসপি (মিডিয়া) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আরিফুলসহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মিরপুরের সেকশন-৬ এ ‘জেএসভি নেটওয়ার্ক’ নামে একটি অফিস খোলে। এর মাধ্যমে বিভিন্ন লোকজনদের কাছে অল্প টাকায় বিদেশ পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ করে আসছিল। মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কানাডায় পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু কানাডায় না পাঠিয়ে অফিস বন্ধ করে আরিফুল প্রতারণার আশ্রয় নেন। সাইফুল খোঁজ নিয়ে জানতে পারেন, তার মতো আরও প্রায় ২৭ জন লোককে বিদেশে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর সাইফুল বাদী হয়ে আরিফুলসহ ৯ জনকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন। আরিফুলসহ তার সহযোগীরা এ পর্যন্ত বিভিন্ন লোকজনকে বিদেশে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সাইফুলের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন আরিফুল।

সর্বশেষ খবর