মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সেই এএসপি সারোয়ারের বিরুদ্ধে তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণের মামলায় গ্রেফতার সহকারী পুলিশ সুপার (এএসপি) সারোয়ার কবিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের এক সভায় এই অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে। দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে অনুসন্ধান কর্মকর্তা এবং পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারক কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রংপুরের এএসপি সারোয়ার ঠিক কত টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, সে বিষয়ে দুদকের কাছে কোনো প্রাথমিক তথ্য নেই।

দিনাজপুরের চিরিরবন্দর থেকে এক নারী ও তার ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে গত ২৪ আগস্ট সারোয়ার কবিরসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামিরা হলেন- রংপুর সিআইডির এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক, মাইক্রোবাসচালক হাবিবুর ও সিআইডির সোর্স খাসিউর রহমান।

সর্বশেষ খবর