রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
কিশোরীকে ইভ টিজিং

বিচার চাইতে গিয়ে অপমানে স্কুল ছাত্রের আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে এক কিশোরীকে ইভ টিজিং করার বিচার চাইতে গিয়ে লাঞ্ছিত হয় এক স্কুলছাত্র। এ অপমান সহ্য করতে না পেরে ওই স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে তার বাবার অভিযোগ। মারা যাওয়া ওই স্কুলছাত্রের নাম আশরাফুল আলী বাবু (১৬)। সে স্থানীয় বাগানবাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার রাতে সবুজবাগের দক্ষিণ মাদারটেক বাগানবাড়ির নিজ বাসা থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। গতকাল ঢামেকে ওই স্কুলছাত্রের বাবা ফরিদ হোসেন জানান, তাদের বাসার পাশের ভবনে নির্মাণকাজ চলছিল। সেখানে দ্বিতীয় তলার একটি কিশোরীকে নির্মাণ শ্রমিকরা বাজে কথা বলে ইভটিজিং করত। এ বিষয়কে কেন্দ্র করে গত মঙ্গলবার আশরাফুল ও স্থানীয় আরেক কিশোর সেখানকার মসজিদের ইমামসহ ওই ভবনের লোকজনের কাছে শ্রমিকদের বিচারের দাবি করেন। সেখানে তারা বলেন- ‘তুমি বিচার চাওয়ার কে’? এ বলে তাকে চড়-থাপ্পড় মারে। তার বাবার ধারণা সে কারণে অভিমানে তার ছেলে আত্মহত্যা করেছে।

ফরিদ হোসেন বলেন, শুক্রবার রাতে সবার অগোচরে টিনশেড বাসার পরিত্যক্ত পাটাতনের পাশে গিয়ে লোহার এঙ্গেলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয় বাবু। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল সে।

সর্বশেষ খবর