শিরোনাম
রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ১৮ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘উড়ে এবং ঘুরেই বেড়ান সচিব’ শিরোনামে প্রকাশিত সংবাদটির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ১৯ অক্টোবর বিভাগটির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন স্বাক্ষরিত ওই ব্যাখ্যাপত্রে বলা হয়, ‘ডাক ও টেলিযোগাযোগ সচিব সরকারি কাজে সরকারের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশেই বর্ণিত সফরসমূহ করেছেন। ব্যক্তিগত প্রয়োজনে সচিব বা প্রতিনিধিদলের সদস্যগণ সফর করেননি। তিনি বাইরে থাকলেও মন্ত্রণালয়ের প্রতিটি ফাইল ডিজিটাল মাধ্যমে নিষ্পত্তি করেছেন, ফলে স্বাভাবিক কাজ কোনো অবস্থাতেই ব্যাহত হয়নি। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে সচিব মহোদয়ের দেশ-বিদেশ ভ্রমণকে ভুলভাবে উপস্থাপন করা হলে এ বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। বিষয়টি অনভিপ্রেত।’ প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি সংশ্লিষ্ট বিষয়ের তথ্য-প্রমাণের ভিত্তিতেই তৈরি হয়েছে। এতে কোনো অসত্য তথ্য নেই। এ কারণেই প্রতিবেদনের কোনো সুনির্দিষ্ট অংশের প্রতিবাদ দিতে পারেনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তারা সচিবের বিদেশ সফরের ব্যাখ্যা দিয়েছে মাত্র। ডাক সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিবেদন তৈরি হয়েছে এবং তা বাংলাদেশ প্রতিদিনের কাছে সংরক্ষিত আছে। প্রতিবেদনের কোথাও বলা হয়নি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তিনি বিদেশ গেছেন।

সর্বশেষ খবর