সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ক্লাস শুরু হচ্ছে আজ

শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুয়েট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হলসমূহ খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে হলে উঠেছেন তৃতীয়, চতুর্থ  বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা। কভিড-২০১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারছেন। আজ সোমবার থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়েট ক্যাম্পাস।

ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাস। করোনার কারণে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে, লেখাপড়ার প্রতি মনোযোগের মাধ্যমে তা কাটিয়ে উঠতে হবে। জানা যায়, আগামী ৫ নভেম্বর অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং ৭ নভেম্বর থেকে তাদের ক্লাস শুরু হবে।

সর্বশেষ খবর