বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
বিয়েতে অমত

যশোরে অ্যাসিড ঢেলে পিটিয়ে নারী শ্রমিককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে চামড়ার মিল এসএএফ ইন্ডাস্ট্রিজের অভ্যন্তরে কেয়া খাতুন (২৮) নামে এক নারী শ্রমিকের শরীরে অ্যাসিড ঢেলে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই মিলেরই আরেক শ্রমিক শামীম হাসানকে (৩৫) আটক করেছে পুলিশ। শামীম অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। আর নিহত কেয়া খাতুন (২৮) একই উপজেলার কাদিরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে।

নিহত কেয়ার স্বজনরা জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর শিশু কন্যাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন কেয়া। জীবনযুদ্ধে টিকে থাকতে বছর দশেক আগে অভয়নগরের চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা এসএএফে শ্রমিকের কাজ নেন তিনি। কেয়ার মামা হাবিবুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে একই ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক শামীম কেয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। কেয়ার সহকর্মীরা জানান, সোমবার দুপুরে খাওয়ার বিরতির পর কাজে যোগ দিলে শামীম আবারও কেয়াকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কেয়া পুনরায় সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে শামীম একটি রড দিয়ে কেয়ার মাথায় আঘাত করেন। পরে পাশে থাকা অ্যাসিডভর্তি বালতি কেয়ার শরীরে ঢেলে দেয় সে। কিছু বুঝে ওঠার আগেই এসব ঘটনা ঘটে যায়। সঙ্গে সঙ্গে কেয়াকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত শামীমকে গ্রেফতার করে পুলিশ। গতকাল অভয়নগর থানায় অ্যাসিড অপরাধ দমন আইন ও হত্যার অভিযোগ এনে মামলা করেছেন কেয়ার মা। ওদিকে কেয়ার বাড়িতে গতকালও শোকের মাতম চলেছে। কেয়ার একমাত্র কিশোরী কন্যা মারিয়া (১৩) কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছে। তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

সর্বশেষ খবর