রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মাংস কম দেওয়ায় বর-কনে পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর যাত্রীদের মাংস কম দেওয়ায় বর ও কনে পক্ষে শুরু হয় তর্কাতর্কি। অতঃপর তা রূপ নেয় সংঘাতে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার আগেই উভয় পক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিবিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিয়ে বাড়িতে মাংস নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ছেলে পক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছেন উভয় পক্ষ। তবে  কনে পক্ষে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার ছাদাহা ইউনিয়নের শাহজাহানের সঙ্গে চন্দনাইশ উপজেলায় বিয়ের অনুষ্ঠান ছিল গতকাল দুপুরে। বর পক্ষকে মাংস কম দেওয়ায় অজুহাতে মেয়ের বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বর পক্ষের লোকজন। এ নিয়ে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন বর ও কনে পক্ষ। এ রিপোর্ট লিখা পর্যন্ত উভয় পক্ষের সমঝোতা বৈঠক চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর