রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পাটুরিয়ায় ফেরি উদ্ধারে অগ্রগতি নেই

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি উদ্ধারে কোনো অগ্রগতি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ঘাট সংশ্লিষ্টরা জানান, এই ফেরি উদ্ধার করার মতো সক্ষমতা আমাদের নেই। জনগণের দৃষ্টি এখান থেকে সরে গেলে কয়েক দিন পর এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। আপাতত কর্র্তৃপক্ষ যানবাহন উদ্ধারেই ব্যস্ত সময় পার করছে। ফেরি উদ্ধারের সক্ষমতা রুস্তমেরও নেই। এই ফেরি উদ্ধার করার মতো অন্য কোনো উদ্ধারকারী জাহাজও নেই। এদিকে ফেরি ডুবির ঘটনায় এখনো সব যানবাহন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। একটি পণ্যবোঝাই ট্রাক গতকালও পানিতে ডুবে ছিল। যেসব যানবাহন উদ্ধার করা হয়েছে সেগুলো এখনো নদীর পাড়ে রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনের চালকরা বলেন, ফেরির দোষে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। এর দায় কে নেবে। তারা আরও বলেন, গাড়ির মালিক শুধু ভাড়া পায়; কিন্তু পণ্যের মালিক তো আমার মহাজনকে ছাড়বে না। ক্ষতিপূরণ দাবি করবে। আমার মালিক কোত্থেকে দেবে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া প্রান্ত থেকে ১৭টি যানবাহন নিয়ে ফেরিটি পাটুরিয়া প্রান্তে ডুবে যায়। ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবার সহযোগিতায় একটি ট্রাক ছাড়া সব যানবাহন উদ্ধার করা হয়েছে। দ্রুত সময়ে এটি উদ্ধার হয়ে যাবে। ফেরি উদ্ধার করার বিষয়ে তিনি বলেন, ফেরির ওজন ৫০০ টন আর হামজা ও রুস্তমের দুটি মিলে সক্ষমতা রয়েছে ১২০ টন।

 এটি তুলতে বেশ সময় লাগবে। তবে যানবাহন উদ্ধার শেষে ফেরিটি উদ্ধারের বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত  নেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর