রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিশ্বে করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়াল

প্রতিদিন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে শুক্রবার ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ হাজার ৩৩ জন। এ নিয়ে গতকাল সকাল পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৬ হাজার ৯৩৬ জনে। সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

সূত্র জানায়, একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৫২০ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়াল ২৪ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ৪৭০ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৩১০ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শুক্রবার পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জন ও  মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জনে। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৯০০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৭১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৭৭৩ জন। তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৪০৬ জনে। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৭ হাজার ৫০৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২  কোটি ৯ লাখ ৮৬ হাজার ৯০১ জন।

 তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর