রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঘেব্রিয়েসুস আবারও ডব্লিউএইচওর প্রধান নির্বাচিত হলেন

প্রতিদিন ডেস্ক

টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার জেনেভায় সংস্থা এ ঘোষণা দিয়েছে। তাঁর বর্তমান মেয়াদের শেষে আরও পাঁচ বছর সময়কালের জন্য এই পদে থাকবেন ইথিওপিয়ার এই সাবেক স্বাস্থ্য ও বিদেশমন্ত্রী। সূত্র : রয়টার্স।

মোট ২৮টি দেশ তাঁর মনোনয়নে সমর্থন জানিয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণে চীনের প্রতি নরম মনোভাব দেখানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে সেই বিতর্ক ছায়া ফেলেনি তাঁর পুনর্নির্বাচনে। তবে আপাতত তাঁর পুনর্নির্বাচিত হওয়ার কথা জানানো হলেও আগামী বছরের মে মাসে সংস্থার সাধারণ পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ঘেব্রিয়েসুসই আফ্রিকার প্রথম প্রতিনিধি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে নির্বাচিত হওয়ার পর এ বছরের আগস্টে তাঁর মেয়াদ শেষ হয়ে যায়। তবে তাঁর মনোনয়নের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ফ্রান্স এবং জার্মানির সমর্থন পেয়েছিলেন।

সর্বশেষ খবর