রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আনসার আল ইসলামের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- মো. মিঠুন রহমান ওরফে মিঠু, সাকিব আল হাসান, মোহাম্মদ আবদুস শুকুর সোহাগ, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ ওমর ফারুক। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও সাতটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকার শেরেবাংলা নগর ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এটিইউ এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতারকৃতরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে আসছিল। এ ছাড়া উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর