সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজবাড়ী ডিসি অফিস স্থানান্তর করে নাটমন্দির সংরক্ষণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী নাটমন্দির-সমৃদ্ধ ভবন থেকে ডিসি অফিস অন্যত্র স্থানান্তর করে নাটমন্দির ভবন ও ভবন-সংলগ্ন এলাকা প্রত্নস্থল হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দেশের ৫১৮টি সংরক্ষিত প্রত্নস্থলের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করা হয়। প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিসেবীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটি গঠনের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২০তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং সেলিনা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর