শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নিরাপদ রক্তের মাধ্যমে সুস্থ জাতি গড়ে তুলছে কোয়ান্টাম

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ রক্তের মাধ্যমে সুস্থ জাতি গড়ে তুলতে ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টামের এই কার্যক্রম মূলত দাতা সৃষ্টি এবং আত্মসন্তুষ্টিরই এক মহত উদ্যোগ। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গতকাল কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, স্বেচ্ছা রক্তদানের মতো এমন কার্যক্রমের মাধ্যমে কোয়ান্টাম আসলে সুখী শান্তিময় সমাজ গড়ারই চর্চা করছে। অনুষ্ঠানে কমপক্ষে ১০ বার, ২৫ বার এবং ৫০ বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন- এমন প্রায় ৩০০ রক্তদাতাকে সনদপত্র, বিশেষ আইডি কার্ড, সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. এ বি এম ইউনুস বক্তব্য দেন।

সর্বশেষ খবর