মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ক্র্যাব-ওয়ালটন ক্রীড়া উৎসবে ডিএমপি কমিশনার

ঢাকায় অস্ত্র ব্যবহারে অপরাধ প্রবণতা কম

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় অস্ত্র ব্যবহার করে অপরাধ সংঘটনের প্রবণতা অত্যন্ত কম বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কোথাও ছিনতাই হয়েছে বা হচ্ছে এমন সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই।’ গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে ক্র্যাব-ওয়ালনট ক্রীড়া উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি রাজধানীতে দিনে-দুপুরে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে মোবাইল ফোন ছিনতাইসহ টানা পার্টির দৌরাত্ম্য বেড়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্ত করে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। রাজধানীতে বিপুলসংখ্যক ছিনতাই ও টানা পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। টানা পার্টির সদস্যরা সবাই মাদকসেবী। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পুলিশ অভ্যন্তরীণ কৌশল বদলেছে। টানা পার্টিতে জড়িতদের বিরুদ্ধে মাদক মামলাও হবে।

 

তিনি বলেন, ‘যদি অস্ত্র ব্যবহার করে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়, তবে আমরা সে অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিই। সম্প্রতি সীমান্ত থেকে নানা অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য বেশ কিছু অস্ত্র এসেছিল। আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে সেগুলো উদ্ধার করেছি। ডিবি যেমন উদ্ধার করেছে, তেমনি সিটিটিসিও উদ্ধার করেছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন সরকার আমাকে আরও এক বছরের জন্য নিয়োগ প্রদান করেছে। আরও এক বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পুলিশ সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করার অঙ্গীকার নিয়েই এ চাকরিতে এসেছি। আমাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির জায়গা পরিষ্কার রাখতে চাই।’

তিনি বলেন, ‘কভিড-১৯ মহামারীর সময় সম্মুখসারির যোদ্ধা হিসেবে পুলিশ জীবন বাজি রেখে কাজ করেছে। ডাক্তাররা জীবন হাতে নিয়ে সেবা দেওয়ার জন্য হাসপাতালে গিয়েছেন। কিন্তু আমরা প্রশংসায় কৃপণ। তথ্যবিভ্রাট রেখে কোনো সংবাদ প্রচার করা উচিত নয়। আমরা কল্যাণকর কাজ প্রচার করতে চাই।’ একই সঙ্গে করোনায় সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে ডিএমপি প্রধান বলেন, ‘সবাই মিলেই আমরা এ দেশের সেবা দিই। সশস্ত্র বাহিনীর সফলতার সঙ্গে পুলিশের সফলতাও জড়িত।’

তিনি বলেন, ‘১৭ থেকে ১৮ ঘণ্টা ডিউটি করেন একজন কনস্টেবল। আমাদের তো ঘুমের সময় নেই, খাওয়ার সময় নেই। আমরা যখন চাকরিতে আসছি তখন জেনে-শুনে-বুঝেই আসছি। ২৪ ঘণ্টা ডিউটির বাহিনীতে আমি (ডিএমপি কমিশনার) ১৭ ঘণ্টা ডিউটি করছি। ২৪ ঘণ্টাই যে ডিউটি করানো হচ্ছে না এ জন্য সদস্যদের কৃতজ্ঞ থাকা উচিত! পুলিশে চাকরি করে ৯টা থেকে ৫টা অফিস সম্ভব নয়।’

এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘সাংবাদিকতার জায়গাটা জবাবদিহির। আমার মতো কমিশনারের দায়কেও জবাবদিহির আওতায় নিয়ে এসেছেন সাংবাদিকরা। আমি যদি সত্যি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই তাহলে আমার আসলে চুরি করার কিছু নেই, অবকাশেরও কিছু নেই। সাংবাদিক-পুলিশ আমরা সবাই পারস্পরিক সহযোগী হয়ে মানুষের পাশে থাকব।’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন, প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) মো. হায়দার আলী খান, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ, ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ।

সর্বশেষ খবর