মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ডেমরায় দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টার রোডে দুই বাসের মাঝে পড়ে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আবদুল মালেক (৫২)। তিনি ডেমরার হাজী মোহাম্মদ লাল মিয়া স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। গতকাল এ ঘটনা ঘটে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, আবদুল মালেকের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের স্ত্রী ফরিদা বেগম বলেন, দুপুরে স্কুল থেকে বেরিয়ে অসুস্থ মায়ের ওষুধ আনতে যাচ্ছিলেন তিনি। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি থামানো বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় অছিম পরিবহনের একটি বাস থামানো বাসটির সামনে গিয়ে থামে। হঠাৎ আবার পেছনের দিকে গিয়ে থামানো বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।  তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ৭টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন। স্কুলশিক্ষক আবদুল মালেকের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে।

ঢাকায় তাদের বাসা ছিল ডেমরার সারুলিয়ায়। আবদুল মালেক দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।  ডেমরা থানা পুলিশ জানায়, অছিম পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর