মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

‘অপারেশন এক্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনী এবং মুক্তিবাহিনীর যৌথ নৌ-কমান্ডো অভিযানের ঘটনাবলি নিয়ে লেখা ‘অপারেশন এক্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন ক্যাপ্টেন এমএনআর সামন্ত (অব.) এবং সন্দীপ উন্নিথান। গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম  দোরাইস্বামী।

এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে পরিচালিত বৃহত্তম গোপন অভিযান। ৪৮ বছর ধরে অপ্রকাশিত থাকা এই গল্পটি প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় ২০১৯ সালে। ক্যাপ্টেন এমএনআর সামন্তের ব্যক্তিগত নোট, অপারেশনে অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সংকলিত হয়েছে। অনুষ্ঠানে অপারেশন জ্যাকপটের সাহসী গল্প তুলে ধরেন অপারেশনের দলনেতা কমোডর বীর উত্তম ও বীর বিক্রম এ ডব্লিউ  চৌধুরী, বীর উত্তম লেফট্যান্ট কমান্ডার জালাল উদ্দিন। বইটির বাংলা অনুবাদ করেছেন যশোদা জীবন দেবনাথ।

সর্বশেষ খবর