রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল জননী সাহসিকা কবি বেগম সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মুক্তিযুদ্ধসহ বাঙালির সব প্রগতিশীল আন্দোলনে ভূমিকা পালনকারী কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর সকালে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন গতকাল বিকাল ৩টায় অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে।

এর আগে সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আজিমপুর কবরস্থানে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে আজিমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুফিয়া কামাল দেশ-বিদেশের ৫০টির বেশি পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, একুশে পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ও স্বাধীনতা দিবস পদক।

সর্বশেষ খবর