মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো নিবন্ধন সম্পন্ন করেনি তাদের নিবন্ধনের ফের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। গতকাল বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু কভিড ১৯ মহামারীর কারণে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষার্থী নিবন্ধন শেষ করতে পারেনি বা অন্য কোনো কারণে বাদ পড়েছে, মানবিক দিক বিবেচনা করে তারা আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে তথ্য আপলোড করে নিবন্ধন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য মোট ৭৪ টাকা পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে নিবন্ধন ও ফাইনাল সাবমিট করতে না পারলে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। এরপর আর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।

সর্বশেষ খবর