মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জনগণের রাজনীতি এখন আবেগ-অনুভূতিহীন

ন্যাশনাল পিপলস পার্টি

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বর্তমানে দেশের রাজনীতি অনেকটা ঝাপসা। এখন জনগণের রাজনীতি একেবারেই আবেগ-অনুভূতিহীন। দেশে আদর্শিক রাজনীতিবিদ নেই বললেই চলে। এ রাজনৈতিক-শূন্যতা ও রাজনৈতিক বিরূপ প্রভাব গোটা সমাজে প্রতিফলিত হচ্ছে। এর কারণে প্রতিটা দলে এখন কমিটি বাণিজ্য চলছে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিপলস শ্রমিক পার্টির আহ্বায়ক মো. আবুল কালাম জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- এনপিপির মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মণ্ডল, জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আবদুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ প্রমুখ। এ সময় সাংগঠনিক রিপোর্ট ও শোক প্রস্তাব উপস্থাপন করেন শ্রমিক পার্টির সদস্য সচিব হাফেজ মাওলানা লুৎফুর রহমান।

সর্বশেষ খবর