শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসায় মার্কিন বিমান বাহিনীর সেক্রেটারি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ফ্র্যাঙ্ক কেন্ডাল বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এরই মধ্যে প্রশংসিত হয়েছে এবং এজন্যই গোলযোগপূর্ণ বিশ্বে আন্তর্জাতিক ফোরাম কোনো উদ্যোগ নিলেই বাংলাদেশকে স্মরণ করা হয়। ২২ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধু মিলনায়তনে ‘৫০তম সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের এ অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান (এয়ার চিফ মার্শাল) শেখ আবদুল হান্নানও বক্তব্য দেন। ফ্রাঙ্ক কেন্ডাল এ সভায় বিশেষভাবে উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ মহাকাশ, অন্বেষণ ও গবেষণায় অ্যাক্সেসের বিষয়ে বৈশ্বিক নিয়মে একই পন্থা অবলম্বন করেছে। শেখ আবদুল হান্নান বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বহু ফোরামে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। নিয়মিত কর্মকান্ডেও তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। দুই দেশের মধ্যকার এ সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধুর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একই সঙ্গে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া গেরিলার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর