শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে টিকা পেলেন ২০০ বেদে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রথমবারের মতো বেদে সম্প্রদায়ের ২০০ জনকে কভিড-১৯ প্রতিরোধে  ভ্যাকসিন দেওয়া হয়েছে। গতকাল দুপুরে মনসুরাবাদের বেদে পল্লীতে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফএম জাহেদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, হেলথ এডুকেটর প্রবীর মিত্র ও নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফালগুনী হিজড়া।  

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, হিজড়া ও বেদে সম্প্রদায়সহ পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র না থাকলেও তারা আমাদের সমাজেরই মানুষ। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদের বাদ দিয়ে আমরা সুরক্ষিত থাকতে পারি না। তাই সাধারণ মানুষের পাশাপাশি বেদে ও হিজড়া জনগোষ্ঠীকে  ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।  এর আগে গত ২২ নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ে প্রথম পর্যায়ে ৩৫০ জন হিজড়াকে কভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর