রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন অভিনয়শিল্পীরা

--------- তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশকে বিশ্বের সামনে অনুস্মরণীয় উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অভিনয়শিল্পীরা সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অভিনয়শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন। এ সময় সংঘের ওয়েবসাইট  actorsequitybd.com উদ্বোধন করেন মন্ত্রী। সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের পরিচালনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চিত্রনায়ক আলমগীর, প্রথিতযশা অভিনয়শিল্পী মামুনুর রশীদ, তারিক আনাম খান, সালাহউদ্দীন লাভলু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সবাইকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিনয় শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর