রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক ‘জনকের অনন্তযাত্রা’

সাংস্কৃতিক প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে ‘জনকের অনন্তযাত্রা’ নামের দুই দিনব্যাপী নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। গত সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। মাসুম রেজা রচিত ও নির্দেশিত নাটকটির প্রযোজনা উপদেষ্টা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ট্র্যাজেডি, বঙ্গবন্ধুর যাপিত জীবন, বেড়ে ওঠা, বিকশিত হওয়া, বাঙালির জন্য তাঁর আপসহীন সংগ্রাম এবং তাঁর প্রয়াণ এসব নিয়েই রচিত হয়েছে নাটকটির কাহিনি। বাঙালি কবি-লেখকরা বঙ্গবন্ধুকে নিয়ে তাঁদের রচনায় নিজস্ব উপলব্ধি তুলে ধরেছেন, নাটকে উঠে এসেছে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ, সংগ্রাম, মমত্ববোধ ইত্যাদি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আজিজুল হাকিম, মুনিরা বেগম মেমী, সাজ্জাদ আহমেদ, মাঈন হাসান, নিয়াজ মোহাম্মাদ তারিক, শামীম সাগর, ড. খন্দকার তাজমি নূর, কামাল বায়েজীদ, মারুফ কবির, রামিজ রাজু, সায়েম সামাদ, সাইফুল জার্নাল, নাজমুল আলম লিমন, কামাল আহমেদ, তারেক আলী মিলন, সজীব বিশ্বাস, শেখ নাইমুর রহমান প্রমুখ। আজ নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘৬৪ জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে নাটক নির্মাণ কর্মসূচি’র অংশ হিসেবে মঞ্চায়ন হচ্ছে এ নাটকটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর