রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মন্ত্রীরা খালেদাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন। অথচ খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে থেমে থেমে রক্তক্ষরণ হচ্ছে। আর তারা বলছেন দেশের ভিতরেই নাকি এ চিকিৎসা সম্ভব। তাহলে ওবায়দুল কাদেরের চিকিৎসা কেন সিঙ্গাপুরে হলো? কেন বিমান চার্টার্ড করা হলো? এ ধরনের দ্বিচারিতার জন্য আপনাদের একদিন জবাব দিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। প্রকৌশলী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় এ্যাবের সেক্রেটারি প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

 রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ক্ষমতাসীন দলের নেতা এবং সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয়, তারা প্রধানমন্ত্রীকে মনে করেন সবচেয়ে বড় মেডিসিনের ডাক্তার। আর ওবায়দুল কাদের নিজেকে মনে করেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সার্জন। আর হাছান মাহমুদ নিজেকে গ্যাস্ট্রোলজির বিখ্যাত অধ্যাপক মনে করেন। রিজভী আহমেদ প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি এতই ভালো হয়, তাহলে চার্টার্ড বিমানে করে ওবায়দুল কাদেরকে কেন বিদেশ নেওয়া হয়েছিল?

সর্বশেষ খবর