মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার

জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার। যেখানে সবাই জনগণের প্রতিনিধিত্ব করবে। প্রতিটি রাজনৈতিক দল থেকে দু-একজন করে থাকবেন। জনগণ সেখানে তাঁদের মতামত দেবেন।

গতকাল  জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাইকে সমন্বিতভাবে আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর তা যদি না করা হয়, তবে গণতন্ত্রের কবর রচিত হবে। আমাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করে পরিবহন মালিকদের ক্ষতি করা যাবে না। তাদের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ খবর