মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

উসকানির অভিযোগে চার বছর জেল সু চির

প্রতিদিন ডেস্ক

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ‘গণঅসন্তোষে উসকানি’ আর ‘কভিডবিধি ভাঙার’ অভিযোগে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। গতকাল আদালত এ রায় দেয়। সূত্র : রয়টার্স, বিবিসি। খবরে বলা হয়, গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী সু চির বিরুদ্ধে  দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ ১১টি মামলা করা হয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে নোবেলজয়ী এ নেত্রীর সর্বোচ্চ ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। এর মধ্যে প্রথম মামলায় দুই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হলো। সু চির ন্যাশনাল লিগ ফর  ডেমোক্র্যাসি (এনএলডি) দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও একই অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছিল, তাকেও একই সাজা দেওয়া হয়েছে। এর আগে ৭৬ বছর বয়সী সু চিকে মামলার বিচারে আদালতে হাজির করা হয় খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য  শোনার সুযোগ কমই দেওয়া হয়েছে।

অভ্যুত্থানবিরোধীদের গড়ে তোলা প্ল্যাটফরম ‘জাতীয় ঐক্য সরকারের’ একজন মুখপাত্র ডা. সাসা গণমাধ্যমকে বলেছেন, সু চি খুব ভালো অবস্থায়  নেই। মিলিটারি জেনারেলরা তাকে ১০৪ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করছে। তারা চায়, কারাগারেই তার মৃত্যু হোক। গতকালের রায়ের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপপরিচালক মিং উ হাহ এক বিবৃতিতে বলেন, ‘বিরোধীদের নির্মূল করে মিয়ানমারের কণ্ঠরোধ করার জন্য সামরিক বাহিনী কী করতে পারে, ভুয়া অভিযোগে সু চিকে এ রকম শাস্তি দেওয়া হলো তার সর্বশেষ নমুনা।’

সর্বশেষ খবর