বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
গবেষণাপত্রে সুপারিশ

তামাকমুক্ত দেশ অর্জনে চাই শক্তিশালী আইন

দেশে এখন যে তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে তাতে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)’র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা অনুপস্থিত। ‘বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন : প্রস্তাবিত সংস্কার ও সমস্যা’ শীর্ষক এক গবেষণায় এটা জানা গেছে। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে) এর সহায়তায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আইন বিভাগ গবেষণাটি পরিচালনা করে।

গবেষণার ফল গতকাল রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম. রুহুল হক এমপি। গবেষণায় বলা হয়, আইনটিতে এফসিটিসি’র গুরুত্বপূর্ণ ধারাগুলো না থাকায় তা প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারছে না। এছাড়া আইনটিকে আন্তর্জাতিকভাবে সর্বোত্তম কাতারে নিতে হলে এটি সংশোধন করে যুগোপযোগী এবং শক্তিশালী করা অতীব জরুরি। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর