বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খান সারওয়ার মুরশিদের নবম মৃত্যুবার্ষিকী আজ

খান সারওয়ার মুরশিদের নবম মৃত্যুবার্ষিকী আজ

দেশবরেণ্য শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুরশিদের নবম মৃত্যুবার্ষিকী আজ। ভাষা আন্দোলন, ছয় দফা ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রেরণা জুগিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদ। তিনি ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ফিল্ডমার্শাল আইয়ুব খানের রক্তচক্ষুর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপন করেন। ঐতিহাসিক ছয় দফার নীতিনির্ধারণে এবং বঙ্গবন্ধুর সব গোলটেবিল বৈঠকে তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘকালীন শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর