বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

‘ক্ষমতাসীনদের লুটপাটে জনজীবন অতিষ্ঠ’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজ আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, নতুন নতুন আইন তৈরি করার পরেও দুর্নীতি, ঘুষ, মাদক, গুম, খুন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। হিংসা-প্রতিহিংসা এবং মানবতাবিরোধী অপতৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। ক্ষমতাসীনদের লুটপাট ও অরাজকতা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সন্ত্রাস, চাঁদাবাজি মানুষের জীবনে চরম অশান্তি সৃষ্টি করেছে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আমির সৈয়দ হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন- সংগঠনের নেতা প্রফেসর গুলজার আহমেদ, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর, আজমুল হক প্রমুখ।

সর্বশেষ খবর