শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় কয়েক শ যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি

টানা তিন দিন ছুটি থাকায় বাড়তি চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার বিকাল থেকেই এ রুটে অতিরিক্ত যানবাহন চলে আসায় ফেরি পারে জটের সৃষ্টি হয়। শত শত যানবাহনকে দীর্ঘ সময় পারের অপেক্ষায় থাকতে হচ্ছে। ঘাটসংশ্লিষ্টরা জানান, ফেরি সংকট এবং তিন দিন সরকারি ছুটির কারণে ঘাটে সমস্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া নাব্য সংকটের ফলে ফেরির ট্রিপ কমে যাওয়ায় ঘাটে যানবাহন আটকা পড়ছে। রাজবাড়ী প্রতিনিধি জানান, ফেরি সংকট ও যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের। গতকাল দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায় ঢাকা-খুলনা মহাসড়কে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন। অন্যদিকে এ মহাসড়কের যানজট পরিস্থিতি সামাল দিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় রয়েছে দুই ট্রাক ও কাভার্ড ভ্যান। যশোর থেকে ছেড়ে আসা বাসের যাত্রী ফয়সাল মাহমুদ বলেন, ‘বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অপেক্ষা করে এখন পর্যন্ত ঘাটের দেখা পাইনি। এ রুটে দীর্ঘদিনেও ফেরি বৃদ্ধি করা হয়নি। ফলে আমাদের দুর্ভোগ দৈনন্দিন হয়ে পড়েছে।’ গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ট্রাকের চালক আবদুর রহমান বলেন, ‘দুই দিন ধরে অপেক্ষায় আছি পদ্মাপাড়ে। এখন পর্যন্ত ঘাট এলাকা স্বাভাবিক হয়নি। আর কদিন এখানে থাকতে হবে জানি না।’ তিনি ফেরি বৃদ্ধিসহ দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, ‘এ রুটে ১৬টি ফেরি বর্তমানে চলছে। বেশ কয়েকটি ফেরি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। সেগুলো এখানে যোগ হলে ভোগান্তি কেটে যাবে।’

 

সর্বশেষ খবর