শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাংবাদিক নয়নকে হুমকি ঘটনার তদন্ত চাই

ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঢাকা প্রতিদিন সম্পাদক মনজুরুল বারী নয়নকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। হুমকির বিষয়ে নয়ন ১৫ ডিসেম্বর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন (নম্বর ৮২৯)। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে নয়নকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার নিন্দাও জানান। জিডিতে নয়ন উল্লেখ করেন, ১৪ ডিসেম্বর তার পত্রিকায় ‘যুবরাজের সাতকাহন’ এবং ১৫ ডিসেম্বর ‘নামে-বেনামে শত কোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম’ শিরোনামে সংবাদ প্রকাশ করার পর থেকেই তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন দুই ব্যক্তি। এ ছাড়া সংবাদ প্রকাশ করার পর থেকে ওই এক ব্যক্তি নয়ন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটনা করছেন। তাতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।

সর্বশেষ খবর