সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির কার্যালয়ে হামলা, লুটপাট

প্রতিদিন ডেস্ক

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সশস্ত্র দুর্বৃত্তরা সমিতির কার্যালয়ের তালা ভেঙে কর্মচারীদের মারধর, ভাঙচুর ও লুটপাট করেছে। এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত রাজধানীর রাজউক এভিনিউর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে দারোয়ান ও সমিতির কর্মচারীদের মারধর করে। পাশাপাশি কয়েকজনের কাছ থেকে আনুমানিক ২৫ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। সমিতির কাগজপত্র ছিনিয়ে নেওয়ার কথাও উল্লেখ রয়েছে মামলায়। দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের হাত থেকে সংবাদপত্র শিল্পকে রক্ষার দাবি ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এস এম নোমান ও সম্পাদক হাজী মো. সাহাবউদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি., পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লি. ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।

সর্বশেষ খবর