বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পাঁচ প্রকল্পে সহায়তা দেবে জাইকা, চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

পাঁচ প্রকল্পে সহায়তা দেবে জাইকা, চুক্তি স্বাক্ষর

মানবসম্পদ, সেবাখাত ও অবকাঠামো উন্নয়নকেন্দ্রিক পাঁচটি প্রকল্পে অনুদান সহায়তা দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে অনুদান চুক্তি এবং আলোচনার  রেকর্ডপত্রে স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা। প্রকল্পগুলো হচ্ছে- হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ, ইমপ্রæভমেন্ট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ফ্যাসেলিটিজ, ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস  ফেজ-২, স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সিটি করপোরেশনস ও ইমপ্রæভিং গ্রাউন্ড হ্যান্ডলিং ক্যাপাসিটি অ্যাট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রকল্প। গতকাল জাপান সরকারের প্রতিনিধি হিসেবে দুটি প্রকল্পের জন্য নোট বিনিময় ও অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। বাকি ৩টি কারিগরি সহযোগিতা প্রকল্পের চুক্তিপত্রে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া। প্রকল্পগুলোর মাধ্যমে তরুণ ও উদ্যোমী কর্মকর্তাদের জাপানে উচ্চশিক্ষা ও জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি, নার্সিং শিক্ষাকে এগিয়ে নেওয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা, দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের অবকাঠামোগত উন্নয়ন এবং সরঞ্জাম সরবরাহের মাধ্যমে সরকারি-বেসরকারি খাতের নির্বাহীদের সক্ষমতা বৃদ্ধির পরিবেশ উন্নত করা এবং সব সিটি করপোরেশনের প্রশাসনিক সেবার মান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর