রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিএনপির ড. মোশাররফকে বীর মুক্তিযোদ্ধা ঘোষণা করে গেজেট

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তার নাম ১৯৭২ সালে ঘোষিত মুক্তিযোদ্ধা গেজেটেও ছিল। তবে নতুন আইন অনুয়ায়ী ‘বিশ্বজনমত গঠন’ ক্যাটাগরিতে খন্দকার মোশাররফ হোসেনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কপি বাংলাদেশ প্রতিদিনের হাতে আসে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৭তম সভার আলোচ্যসূচি ১০.১২ নম্বর সিদ্ধান্ত মোতাবেক প্রবাসে বিশ্বজনমত গঠন গেজেট অনুযায়ী ড. মোশাররফ হোসেন এ স্বীকৃতি পেলেন। একই সঙ্গে এই ক্যাটাগরিতে মোহাম্মদ আরশ আলী নামে আরেকজনকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগে একই ক্যাটাগরিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ১২ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছিল সরকার।

সর্বশেষ খবর