রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাংবাদিক তুহিনের নিঃশর্ত মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের অপকর্ম, ঘুষ, নির্যাতনের সংবাদ প্রকাশ করায় মিথ্যা অভিযোগের মামলায় গ্রেফতার সাপ্তাহিক নতুন বার্তা সম্পাদক ইউসুফ আহমেদ তুহিনের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন সাংবাদিকরা। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক আজিজুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক লায়েকুজ্জামান লায়েক, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট সভাপতি মিজানুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা পুলিশের মুখোমুখি দাঁড়াতে চায় না। সাংবাদিক তুহিন সমাজের অসংগতি তুলে ধরতে গিয়ে পল্লবী থানা পুলিশের রোষানলে পড়েছেন। অস্তিত্বহীন বাদীর মামলায় তুহিন কারাগারে।

এতে পুলিশের ভাবমূর্তি বাড়ে না, বরং কমছে। তাই অবিলম্বে সাংবাদিক তুহিনকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

মানববন্ধনে তুহিনের পরিবারের সদস্য ইমন বলেন, গত মঙ্গলবার তুহিন পল্লবী থানার ওসির ঘুষ-দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। দুই ঘণ্টা পর পল্লবী থানার এসআই জহির উদ্দিন এসে বলেন, ওসি সাহেব নাকি তার (তুহিন) সঙ্গে কথা বলবেন। এরপর তুহিন থানায় যাওয়ার পর তাকে থানা হাজতে ঢোকানো হয়। পরে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর