মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সমাবেশে বক্তারা

সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সমাজ ও রাষ্ট্রে সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ইসলামী সমাজ। গতকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। এতে আয়োজক সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। গণতন্ত্র, রাজতন্ত্রসহ মানব রচিত ব্যবস্থা গ্রহণ করলে কিংবা মেনে নিলে ইসলামের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করা হয়। আজমুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মুহাম্মদ আলী জিন্নাহ, নুরুদ্দিন আহমেদ, আবু বকর সিদ্দিক, আসাদুজ্জামান, সেলিম মোল্লা, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর