বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সিলেটে মাদরাসায় গোপন বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মাদরাসার পরিত্যক্ত পাঠাগার ভবনে গোপন সম্মেলন করার সময় পুলিশ ছাত্রশিবিরের তিন নেতাকে আটক করেছে। তাদের ধরার জন্য বুধবার বেলা ১২টার দিকে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে শিবিরের বেশ কিছু নেতা-কর্মী পালিয়ে যান। অভিযানকালে জব্দ করা হয় শিবির নেতাদের দুটি মোটরসাইকেল। উদ্ধার করা হয় শিবিরের সাংগঠনিক কাজে ব্যবহৃত ডায়রি ও কাগজপত্র। আটককৃতরা হলেন- সিলেট শহরতলির জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আবদুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ এবং তানভির আহমদ নামের এক যুবক। জানা যায়, সকাল থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলিয়া মাদরাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে সিলেট জেলা পশ্চিম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়। জামায়াত ও শিবিরের কয়েকজন কেন্দ্রীয় নেতা নেতা-কর্মীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

এ সময় সম্মেলনে উপস্থিত অর্ধশতাধিক নেতা-কর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, সিলেট আলিয়া মাদরাসার ভিতরে কীভাবে শিবিরের নেতা-কর্মীরা সম্মেলনের আয়োজন করেছিল তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদ ইকবাল জানান, ‘অনুমতি ছাড়াই ওরা মাদরাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে সম্মেলনের আয়োজন করেছিল। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি জানতেন না।

সর্বশেষ খবর