বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ ২০২৬ সালে শেষ হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, ২০২৬ সালের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ শেষ হবে। এরপরই সিলেটের তামাবিল থেকে আসাম, মিয়ানমার ও থাইল্যান্ড পর্যন্ত যাতায়াত ব্যবস্থা প্রসারিত হবে। যোগাযোগের ক্ষেত্রে সিলেট হবে একটি হাব। সুতরাং সিলেটের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে হবে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে গতকাল সিলেট রেজিস্ট্রারি মাঠে আয়োজিত তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের ব্যাপারে খুবই সদয়। না চাইতেও প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পাচ্ছে সিলেট। সিলেটের যোগাযোগব্যবস্থা উন্নত হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত উন্নত রেললাইন করার জন্য আলোচনা চলছে। সবমিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে।

সর্বশেষ খবর