বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শাহজালালে হ্যামারের ভিতরে সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজির বেশি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় আতাউর রহমান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। সোনাসহ ওই যাত্রীকে গতকাল সকালে আটক করা হয় বলে জানান ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবির। জানা গেছে, আটক ব্যক্তি হবিগঞ্জের বাসিন্দা আতাউর রহমান। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন। সানোয়ারুল কবির জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আতাউর রহমানের ব্যাগেজগুলো স্ক্যানিং করে দুটি বড় হ্যামারের মধ্যে সোনার অস্তিত্ব দেখা যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজে থাকা হ্যামার কেটে ৪৪টি সোনার বার এবং যাত্রীর প্যান্টের ভিতর থেকে স্বর্ণালংকারসহ মোট ৫ কেজি ১৮০ গ্রাম সোনা জব্দ করা হয়। এ সবের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর