রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

লেখক গবেষক ছড়াকার ড. সমজিৎ পালের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

লেখক গবেষক ছড়াকার ড. সমজিৎ পালের মৃত্যু

বিশিষ্ট কৃষি গবেষক, লেখক ও ছড়াকার ড. সমজিৎ পাল (৫৭) গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ড. সমজিৎ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক পদে কর্মরত ছিলেন। পাবনার শালিগাড়িয়ায় জন্মগ্রহণকারী ড. সমজিৎ সত্তর-আশি-নব্বই দশকের পথিকৃৎ সংগঠন ‘কবিকণ্ঠ’ ‘গণশিল্পী সংস্থা’ ‘আবৃত্তি সংসদ’ ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর অন্যতম সংগঠক ছিলেন। তিনি একাধারে ছড়াকার, কবি, সাংবাদিক এবং গবেষক হিসেবে সুপরিচিত ছিলেন। দেশ-বিদেশে তাঁর প্রকাশিত বিজ্ঞানভিত্তিক বই, প্রবন্ধ ও নিবন্ধের সংখ্যা ১৩০টিরও অধিক। সর্বশেষ মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর ১০০ ছড়া গ্রন্থটি বিশেষভাবে আলোচিত। তিনি স্ত্রী ও দুই  ছেলে রেখে গেছেন।

সর্বশেষ খবর