শিরোনাম
সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বছরের প্রথম দিনে বড় উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

বড় উত্থান হয়েছে চলতি বছরের প্রথম কার্যদিবসের শেয়ারবাজারে। গতকাল ২০২২ সালের প্রথম দিনের শেয়ার লেনদেনে সূচক বেড়েছে। এরমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। তবে লেনদেন কমেছে ১৮ কোটি ৬৪ লাখ টাকা। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দুই বাজারেই দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। সদ্য বিদায়ী ২০২১ সালের শেষ চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। ফলে বছরের শেষের মতো শুরুতেও শেয়ারবাজারের বিনিয়োগকারীদের নতুন বার্তা দিয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৫৩ পয়েন্টে উঠেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯১২ কোটি ৮১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৮ কোটি ৬৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ টাকা ৭০ পয়সা বেড়ে ১৫৪ টাকা ১০ পয়সায় শেষ লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের। লেনদেনে দ্বিতীয় শীর্ষে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫১ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৭৯ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। ডিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির। আর ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৮৮ পয়েন্ট। বাজারে লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪১টির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর