বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পদোন্নতির দাবিতে শিল্পকলায় বিক্ষোভ আজ কর্মবিরতি

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রবিধানমালা সংশোধন, বঞ্চিতদের পদোন্নতি ও শূন্য পদে নিয়োগসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা।

গত রাতে প্রশাসনিক ভবন থেকে শুরু করে পুরো শিল্পকলা একাডেমি প্রদক্ষিণ করে জাতীয় নাট্যশালার প্রবেশদ্বারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে একাডেমির কর্মকর্তারা বলেন, ৩০ বছর ধরে আমাদের প্রবিধানমালার কোনো সংশোধন করা হয়নি। যার কারণে শিল্পকলা একাডেমিতে কোনো ধরনের পদোন্নতি নেই। অনেকে একই পদে অনেক বছর চাকরি করে অবসরে যাচ্ছেন। যার কারণে তিনি আর্থিক ও সামাজিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্য প্রতিষ্ঠানে সাত বছর পর পদোন্নতি হলেও এখানে সেটা সম্ভব না।

তারা বলেন, সরকারি ঘোষণা থাকা সত্ত্বেও প্রবিধানমালা সংশোধন করে কেন এগুলো বাস্তবায়ন করা হচ্ছে না এ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সমাবেশ থেকে আজ সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ খবর