বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হেফাজত কোনো নির্বাচনেই কাউকে সমর্থন দেয় না : মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, হেফাজত একটি অরাজনৈতিক ও ইসলাহি দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কোনো কমিটি নেই। সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। এমনকি জাতীয় ও স্থানীয় নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে-বিপক্ষে হেফাজতের সমর্থন নেই। সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত গতকাল এক বিবৃতিতে হেফাজত মহাসচিব  আরও জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলামের কোনো সমর্থন নেই। কেউ যদি কারও পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন কিংবা সমর্থন করেন তাহলে সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হেফাজতের যোগসূত্র নেই। তবে, হেফাজত রসুল, কোরআন সুন্নাহ তথা ইসলামবিরোধী কোনো কাজ ঘটলে সে ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর