রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অসহায় মেয়েটির লেখাপড়ার দায়িত্ব নিলেন পুনাক সভানেত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাবা শারীরিক প্রতিবন্ধী অশোক রায়। মা শিখা রানী বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করেন। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের সোমা রায়। তিনি এবার বারোপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এসএসসি পাস করলেও আর্থিক অনটনের কারণে তার উচ্চশিক্ষা গ্রহণ হয়ে উঠেছিল অনিশ্চিত। এমন মানবিক আবেদনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হয় পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) সভানেত্রী জীসান মির্জার। প্রাথমিক খবরের সত্যতা যাচাইয়ের পর ওই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন তিনি। তার দেওয়া উপহার হিসেবে গতকাল সোমার হাতে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্য বইসহ শিক্ষা উপকরণ তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বই ও উপকরণ প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মারুফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ারসহ সোমা রায়ের বাবা-মা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, ওই মেয়েটির অসহায়ত্বের খবর দৃষ্টিগোচর হওয়ার পর পুনাক সভানেত্রী বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিতে বলেন। জেলা পুলিশ সুপার যাছাই করে প্রকৃত অবস্থা পুনাক সভানেত্রীকে জানান। এরপর তিনি ওই ছাত্রীর লেখাপড়ার যাবতীয় সহায়তা করার ইচ্ছা পোষণ করেন। গতকাল তার প্রেরিত বই ও অন্যান্য উপকরণ সোমার হাতে তুলে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে ভর্তি এবং পরবর্তীতে সোমার লেখাপড়ার যাবতীয় খরচ পুনাক বহন করবে বলে জানান ডিআইজি। বইসহ অন্যান্য উপকরণ পেয়ে ভীষণ খুশি সোমা রায়। তিনি পুনাক সভানেত্রীকে ধন্যবাদ জানান। আগামী দিনে সোমা পড়াশোনা করে একজন সৎ মানুষ এবং ডাক্তার হয়ে বঞ্চিত মানুষের সেবা করতে চান।

সর্বশেষ খবর