মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অনুপ্রবেশ ঠেকাতে স্বল্পমেয়াদি পাসপোর্ট-ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে

বিজিবি মহাপরিচালক

নওগাঁ প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম বলেছেন, সীমান্ত এলাকার মানুষের জন্য অনুপ্রবেশ ঠেকাতে স্বল্পমেয়াদি পাসপোর্ট-ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদি এ পাসপোর্ট-ভিসা চালু করা হয় তাহলে অনুপ্রবেশ রোধ অনেকাংশেই সম্ভব হবে। এরই মধ্যে এমন একটি প্রস্তাব বিএসএফ ও ভারত সরকারের কাছে দেওয়া হয়েছে। বাংলাদেশ-ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে এদের অনেক আত্মীয় দুই পারেই বসবাস করেন। ফলে বিভিন্ন পালা উৎসবে এদের যাতায়াত আদিকাল থেকে হয়ে আসছে। এখন সীমানা হওয়ায় পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখনই সেটা অনুপ্রবেশ হয়। এজন্য বিষয়টি বিজিবি যাচাই-বাছাই করছে। গতকাল নওগাঁর মহাদেবপুরে বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, যারা সৎ উদ্দেশ্য নিয়ে আত্মীয়স্বজন ও বিভিন্ন পালা উৎসবের জন্য ভারতে প্রবেশ করেন তারা দিনের বেলায় প্রবেশ করেন। ফলে এসব মানুষ কোনো বিপদে পড়েন না। কিন্তু যারা অসদুদ্দেশ্যে রাতের আঁধারে প্রবেশ করেন তারাই বেশি আক্রান্ত হন। কিন্তু তা-ও না ঘটে সে বিষয়ে আমরা সচেতন আছি ও চেষ্টা করছি। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বিজিবি দেশরক্ষার দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি বাড়বে বিজিবি সদস্যদের মনোবল ও দক্ষতা। সীমান্তরক্ষী বাহিনী যুদ্ধকালীন সেনাবাহিনীর নেতৃত্বে দেশ রক্ষার লড়াই করবে।

এ নির্দেশনা কীভাবে বাস্তবায়ন হবে তা হাতে কলমে শিখছে। যৌথ প্রশিক্ষণ পরিদর্শন করে রণপ্রস্তুতির নানা কৌশল শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সুখ-দুঃখের খোঁজখবরও নেন তিনি।

এ সময় রংপুর অঞ্চলের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ, রাজশাহীর সেক্টর কমান্ডার আনোয়ার লতিফ, নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কবির, ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাদিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর