শিরোনাম
বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সিনহা হত্যা মামলা

তৃতীয় দিনেও শেষ হয়নি যুক্তিতর্ক

কক্সবাজার প্রতিনিধি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনেও অসমাপ্ত রয়েছে আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন। তবে আজ বুধবারের মধ্যে শেষ হওয়ার আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা বলছেন, মেজর সিনহাকে এপিবিএনের দায়িত্বরত সদস্যরা স্যালুট করার পরও কেন লিয়াকত গুলি করেছেন। এটা পরিকল্পিত হত্যা বলে এপিবিএনের স্যালুটকে গুরুত্ব না দিয়ে লিয়াকত মেজর সিনহাকে গুলি করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, অভিযুক্ত ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল উচ্চশিক্ষিত হয়েও সিনহাকে যাচাই না করে গুলি করে মারেন। এদিকে চলতি মাসের শেষের দিকে মামলার রায় ঘোষণার আশাবাদ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে বিচারিক কার্যক্রম শেষে সাংবাদিকদের এ কথা জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। মামলার বাদী-বিবাদী উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিচারিক কার্যক্রমের দিন ধার্য রয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টায় প্রিজন ভ্যানে করে মামলার ১৫ আসামিকে কক্সবাজার কারাগার থেকে আদালতে আনা হয়। প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সর্বশেষ খবর