বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা জেলহাজতে

ঝিনাইদহ প্রতিনিধি

নিজের শিশুসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চিকিৎসক ইব্রাহিম রহমান রুমি বাবুকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঢাকা জজ আদালত-৩-এর বিচারক গতকাল তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। রুমি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির উপদেষ্টা মসিউর রহমানের ছেলে। অভিযুক্ত রুমি বলেন, ‘আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি মহলের ইন্ধনে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

এর আগে ঢাকায় গত রবিবার সংবাদ সম্মেলনে শিশুসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুমির স্ত্রী আফিয়া বিনতে শাহে, শাশুড়ি মাগফুরা আহমেদ ও তার শিশুকন্যা। শিশুর নানি সেখানে নিজেকে অসহায় দাবি করে নাতনির প্রতি অন্যায়ের বিচার চেয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, ২০১৬ সালে বাবুর সঙ্গে আমার মেয়ে আফিয়া বিনতে শাহের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম হয় এক কন্যা সন্তান। সংসার জীবনে বনিবনা না হওয়ায় ২০২০ সালের ২৬ আগস্ট মেয়ের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর গত বছরের ২৩ মার্চ আমার মেয়ের অনুপস্থিতিতে চার বছরের শিশুকন্যাকে উত্তরার বাসা থেকে নিয়ে যান রুমি। ২১ সেপ্টেম্বর পর্যন্ত রুমি মেয়েকে তার কলাবাগানের বাসায় নিজের হেফাজতে রাখেন। তখন বিভিন্ন সময়ে শিশুর ওপর নিপীড়ন চালানো হয়। ২৭ নভেম্বর শিশু সন্তানকে ঢাকা মেডিকেলে ভর্তি করান তার মা।

সর্বশেষ খবর