বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চাকরির আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করাসহ চার দফা দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি, নিয়োগ পরীক্ষায় (প্রিলিমিনারি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির কথা বলা হয়েছিল। কিন্তু দীর্ঘ সেশনজট ও করোনায় প্রায় ২ বছর শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলেও এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।

সমাবেশে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের আবদুল্লাহ-আল-মামুন, ওমর ফারুক, মানিক হোসেন রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর